ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে আগুনে দোকান-ঘর পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
রাঙামাটিতে আগুনে দোকান-ঘর পুড়ে ছাই ছবি: বাংলানিউজ

রাঙামাটি: রাঙামাটি শহরের আসামবস্তি এলাকায় আগুন লেগে দুইটি বসতঘর ও একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।  

শনিবার (১৬ জানুয়ারি) দুপুরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে আসামবস্তি এলাকার ভাড়াটিয়া মংসুইচিং মারমার বাড়িতে বৈদ্যুতিক শট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে দুইটি ঘর ও একটি দোকান পুড়ে যায়। প্রায় কয়েক লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা দাবি করছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আগুন নেভায়।

এদিকে বাড়িতে আগুন লাগার ঘটনা দেখে বাড়ির মালিক লুংথাং লুসাই স্টোক করেন। স্টোক করার সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙামাটি অঞ্চলের সহকারী পরিচালক রতন কুমার নাথ বাংলানিউজকে জানান, কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। দ্রুত আগুন নেভানোয় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
এনসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।