ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ভারতের পর বাংলাদেশই প্রথম করোনা ভ্যাকসিন পাবে: দোরাইস্বামী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
ভারতের পর বাংলাদেশই প্রথম করোনা ভ্যাকসিন পাবে: দোরাইস্বামী ফাইল ছবি

ঢাকা: ভারতের পর বাংলাদেশই প্রথম করোনা ভাইরাসের ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী।

শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ছয়টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দ্রুতই ভারত থেকে করোনা ভাইরাসের ভ্যাকসিন বাংলাদেশে আসবে। ভ্যাকসিন আসার পর সরকারের কাছে হস্তান্তর করা হবে। এর পর সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে।

‘বাংলাদেশে করোনার ভ্যাকসিন আসলে দুই দেশই লাভবান হবে। আর ভ্যাকসিনের ক্ষেত্রে ভারত বাংলাদেশকে অগ্রাধিকার দিচ্ছে। ’

ভ্যাকসিনের দামের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
ডিএন/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।