ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মির্জা ফখরুলের ভাগিনা সুর কামাল মারা গেছেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
মির্জা ফখরুলের ভাগিনা সুর কামাল মারা গেছেন সুর কামাল

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাগিনা আমেরিকার ডালাস প্রবাসী সুর কামাল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

শনিবার (১৬ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টার দিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজিকে বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, বিএনপি মহাসচিবের ভাগিনা সুর কামাল পরিবারের সঙ্গে আমেরিকার ডালাসে বসবাস করতেন। তিনি শনিবার বাংলাদেশ সময় সকালে ডালাসের বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৪২ বছর। মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী ও ৭ বছরের একটি সন্তান রেখে গেছেন। তাকে ডালাসে দাফন করা হবে।

ভাগিনা সুর কামালের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
এমএইচ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।