ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
বগুড়ায় মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় স্বাধীন (৮) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলার কিচক বেলতলি হাফেজিয়া মাদ্রাসার টয়লেটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্বাধীন উপজেলার আমতলী মাছপাড়া এলাকার আলম মিয়ার ছেলে ও মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

জানা যায়, শনিবার (১৬ জানুয়ারি) বিকেল থেকে স্বাধীন নিখোঁজ ছিল। মাদ্রাসার শিক্ষকরাও কোনো সদুত্তর দিতে পারেননি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
কেইউএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।