ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মবিলের বোতলে মিললো ১০ হাজার ইয়াবা, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
মবিলের বোতলে মিললো ১০ হাজার ইয়াবা, আটক ১ ইয়াবা

ঢাকা: রাজধানীর রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ আব্দুল হাবিব (৪০) নামে একজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) গুলশান বিভাগ। ইয়াবাগুলো ট্রাকের ড্রাইভিং সিটের পেছনে অভিনব কায়দায় মবিলের বোতলের ভেতরে লুকানো ছিল।

শনিবার (১৬ জানুয়ারি) দিনগত রাতে রমনা পার্কের উত্তর পাশে সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

ডিবি গুলশান বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মাহবুবুল আলম জানান, আটক হাবিব পেশায় একজন গাড়িচালক। তিনি কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বাস ও ট্রাকযোগে ঢাকায় নিয়ে আসতেন। তারপর কারওয়ান বাজারসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।

আটক হাবিবের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।