ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ডোবার মোড়ে শ্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাদশা (৩৫) নামে এক ব্যক্তি নিহত ও চারজন আহত হয়েছেন।  

রোববার (১৭ জানুয়ারি) দুপুরে রহনপুর-যাতাহারা সড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাদশা একই উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামের রবিউল ইসলামের ছেলে।  

আহতরা হলেন- ওই গ্রামের আব্দুস সালামের ছেলে শহিদুল (২৩), মুসলিমউদ্দিনের ছেলে মোবারক (৩১), নুরতাজ আলীর ছেলে মোরসালিন (২০) ও রাধানগর ইউনিয়নের কাজেমপুর গ্রামের আলতাসউদ্দিনের ছেলে মোটরসাইকেল আরোহী সোহেল (৩৬)।

গোমস্তাপুর ফায়ার সার্ভিস জানায়, দুপুরের দিকে রহনপুর-যাতাহারা সড়কের ডোবার মোড়ে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ট্রলিতে থাকা চার শ্রমিক ও মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। এদের মধ্যে গুরুতর আহত দু’জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে শ্রমিক বাদশার মৃত্যু হয়। আহতদের চার জনের মধ্যে একজন রামেক হাসপাতালে ও অন্যরা গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার একজন নিহতের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।