ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ট্রাক উল্টে এক ব্যক্তি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
বগুড়ায় ট্রাক উল্টে এক ব্যক্তি নিহত

বগুড়া: বগুড়ার সদর উপজেলায় ট্রাক উল্টে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়েছেন।

রোববার (১৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার বাঘোপাড়া বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে মরদেহটি উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস টিম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর ১টার দিকে একটি তেলবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪৮২-৪২) সদর উপজেলার বাঘোপাড়া বন্দরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ট্রাকের ড্রাইভার ও হেলপার আহতাবস্থায় পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌছে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহটি উদ্ধার করে।

বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বজলুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, নিহতের পরিচয় এখনও জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
কেইউএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।