ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেলের এয়ার ক্লিনার বক্সে মিললো ১১ হাজার ইয়াবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
মোটরসাইকেলের এয়ার ক্লিনার বক্সে মিললো ১১ হাজার ইয়াবা

ঢাকা: রাজধানীর হাতিরঝিলে ১১ হাজার ইয়াবাসহ ইরফানুল হক ওরফে ইরফান (২৮) নামে এক তরুণীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ। আটক ইরফান তার মোটরসাইকেলের এয়ার ক্লিনার বক্সে অভিনব কৌশলে ১১ হাজার পিস ইয়াবা লুকিয়ে রেখেছিলেন।



শনিবার (১৬ জানুয়ারি) দিনগত রাতে হাতিরঝিলের দিলু রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি লালবাগ বিভাগের সহকারী কমিশনার (এসি) মধুসূদন দাস জানান, ডিবি লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম অভিযান চালিয়ে ইরফান নামে ওই মাদক ব্যবসায়ীকে মোটরসাইকেলসহ আটক করা হয়। তার মোটরসাইকেলের এয়ার ক্লিনার বক্স তল্লাশি করে ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি বলেন, আটক ইরফান কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে আসে। এ ঘটনায় তার বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।