ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকায় ইউসিবির ২ উপশাখার উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
ঢাকায় ইউসিবির ২ উপশাখার উদ্বোধন ঢাকার মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে ইউসিবির দুটি উপশাখার উদ্বোধন করা হয়েছে

ঢাকা: ঢাকার মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) দুটি উপশাখার (মূল ক্যাম্পাস– বয়েজ ও কলেজ ভবন, রূপনগর) উদ্বোধন করা হয়।

রোববার (১৭ জানুয়ারি) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপশাখা দুটির উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল এবং অধ্যক্ষ ও সদস্য সচিব, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মো. ফরহাদ হোসেন।  
আরও উপস্থিত ছিলেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী, ইউসিবির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহম্মদ খোরশেদ আলমসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।