ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মুজিবনগরে ‘স্বাধীনতা সড়ক’ পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি দল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
মুজিবনগরে ‘স্বাধীনতা সড়ক’ পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি দল

মেহেরপুর: ইমিগ্রেশন চেকপোস্টের সম্ভাব্যতা যাচাই ও ঐতিহাসিক মুজিবনগরে স্বাধীনতা সড়ক (মুজিবনগর-কোলকাতা) পরিদর্শন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঁচজনের প্রতিনিধি দল।  

রোববার (১৭ জানুয়ারি) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ও ইমিগ্রেশনের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে স্বরাষ্ট্র, পরারাষ্ট্র ও এনবিআর, স্থলবন্দর কর্তৃপক্ষের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল মুজিবনগর ইমিগ্রেশন চেকপোস্ট স্থাপনের সম্ভাব্যতা যাচাই করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় (সুরক্ষা ও ইমিগ্রেশন) অতিরিক্ত সচিব ও দলনেতা আবদুল্লাহ আল মাসুদের নেতৃত্বে প্রোগ্রামের সমন্বয়কারী (ইমিগ্রেশন-৫) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সম্পাদক এএসএম জাকির হুসাইন, যুগ্ম সম্পাদক ও পরিচালক (ট্রাফিক) এবং বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য মোস্তফা কামাল মজুমদার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব দ্বীন মুহাম্মদ ইমাদুল হক(দক্ষিণ এশিয়া), জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব আক্তার হোসেন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের (দক্ষিণ এশিয়া-১) সহকারী সচিব ইফতেখার আহমেদ প্রতিনিধি দলে রয়েছেন।

পরিদর্শনকালে মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার এসএম মুরাদ আলী, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন সরকার ও সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম সঙ্গে ছিলেন।

বাংলাদেশ ও ভারত দুই দেশের মধ্যে চলাচলের জন্য ইমিগ্রেশন চেকপোস্টসহ প্রয়োজনীয় স্থাপনা নির্মাণে সম্ভাব্যবতা যাচাই করা হচ্ছে বলে জানায় এ প্রতিনিধি দলটি।  

পরিদর্শন শেষে অতিরিক্ত সচিব আব্দুল্লাহ আল মাসুদ সাংবাদিকদের বলেন, স্বাধীনতা সড়কটির উন্নয়ন করা হবে। এখানে একটি ইমিগ্রেশন চেকপোস্ট স্থাপন করা হবে। মুজিবনগরের ঐতিহাসিক মূল্যের কথা চিন্তা করেই এখানে আমরা ইমিগ্রেশন চেকপোস্ট নির্মাণের চেষ্টা করছি। ভবিষ্যতে এখানে স্থলবন্দর স্থাপনের সম্ভাব্যতাও যাচাই করা হয়েছে।  

১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকারের মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ ভারতের হৃদয়পুর দিয়ে তৎকালীন বৈদ্যনাথতলা তথা মুজিবনগরে এসে শপথ গ্রহণ করেছিলেন। ওই সড়কটির নাম দেওয়া হয়েছে স্বাধীনতা সড়ক। মুজিবনগর থেকে কোলকাতায় এ সড়ক দিয়ে চলাচল করবে দুই দেশের মানুষ। আগামী মার্চে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সড়কটি উদ্বোধন করার কথা রয়েছে। সড়কটি উন্নয়নের জন্য সম্প্রতি সড়ক কার্যক্রম পরিদর্শন করেছেন এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।