ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীকে নিরাপত্তার নগর ঘোষণা করতে চান পুলিশ কমিশনার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
রাজশাহীকে নিরাপত্তার নগর ঘোষণা করতে চান পুলিশ কমিশনার

রাজশাহী: রাজশাহীকে নিরাপত্তার নগর হিসেবে গড়ে তুলতে চান বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক। তিনি বলেন, আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসেই রাজশাহীকে নিরাপত্তার নগর হিসেবে ঘোষণা দিতে চাই।

এজন্য যা করা দারকার তাই করা হচ্ছে।

সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজশাহী মহানগরের উপকণ্ঠ কাটাখালীতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু কালাম সিদ্দিক এসব কথা বলেন।  

আরএমপি কমিশনারের সহযোগিতায় মাসকাটাদীঘি উচ্চ বিদ্যালয় মাঠে কাটাখালী পৌরসভা এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে পৌর এলাকার এক হাজার নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

আবু কালাম সিদ্দিক বলেন, এরইমধ্যে রাজশাহী মহানগরকে কিশোর গ্যাংমুক্ত করা হয়েছে। কিশোর গ্যাংয়ের সদস্যদের ডাটাবেজ তৈরি করা হয়েছে। এখন মাদকের বিরুদ্ধে লড়াই চলছে। অপরাধীদের শনাক্তে শহরজুড়ে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে। রাজশাহীকে তিনি নিরাপত্তার নগর হিসেবে গড়ে তুলতে চান। আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসেই সেটা ঘোষণা দিতে চাই। এ শহরে কোনো মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসী থাকবে না। প্রতিটি মানুষই এর সুফল পাবেন।

যুব সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে পুলিশ কমিশনার বলেন, কেউ মাদকের সঙ্গে জড়াবেন না। প্রয়োজনে আমরা আপনাদের সাধ্যমতো পুনর্বাসন করবো। এরপরও মাদকে সম্পৃক্ত হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তখন জীবনের বাকিটা সময় জেলেই কাটাতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আরএমপির মতিহার জোনের উপ-পুলিশ কমিশনার বিভূতি ভূষণ বানার্জী, শাহ মখদুম জোনের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ সাইফুল ইসলাম, মতিহার জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার একরামুল হক, পুলিশ কমিশনারের স্টাফ অফিসার সহকারী কমিশনার নাজমুল হাসান ও মহানগরের কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।