ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে বাস-লেগুনা সংঘর্ষে বৃদ্ধা নিহত

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
ধামরাইয়ে বাস-লেগুনা সংঘর্ষে বৃদ্ধা নিহত প্রতীকী

সাভার (ঢাকা): ঢাকার ধামরাই উপজেলার কচমচ এলাকায় বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে কমলা বেগম (৬০) নামে এক বৃদ্ধার নিহত হয়েছেন।  

রোববার (১৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত কমলা ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের দত্ত নালাই গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী। তিনি গ্রামের বাড়ি থেকে ধামরাইয়ে তার মেয়ের বাড়িতে যাচ্ছিলেন বলে জানা গেছে।  

পুলিশ জানায়, সন্ধ্যার দিকে কমলা বেগম কাওয়ালীপাড়া থেকে লেগুনায় করে মেয়ের বাড়ি ধামরাই আসছিলেন। পথে ধামরাই পৌর শহরের ঢাকা-আরিচা মহাসড়কের কচমচ এলাকায় এলে ঢাকা থেকে আরিচাগামী দ্রুতি পরিবহনের সঙ্গে লেগুনাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন কমলা বেগম। তাকে উদ্ধার করে ধামরাই সরকারি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।   

এ বিষয়ে সাভার হাইওয়ে থানা পরির্দশক (ওসি) মো. গোলাম মোস্তফা বাংলানিউজকে বলেন, নিহতের বৃদ্ধা কমলা বেগমের মরদেহ উদ্ধার করে পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘাতক বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।