ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বাঘারপাড়ায় খালে মিললো কিশোরের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
বাঘারপাড়ায় খালে মিললো কিশোরের মরদেহ

যশোর: যশোরের বাঘারপাড়া উপজেলার একটি খাল থেকে অজ্ঞাতপরিচয় (১৬) এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  রোববার (১৭ জানুয়ারি) দুপুরে পুলিশ ওই কিশোরের মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, উপজেলার রঘুনাথপুর গ্রামের মাঠের মধ্যে খালে একটি মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে গ্রাম পুলিশ সদস্যের মাধ্যমে বিষয়টি থানায় জানানো হয়। খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরনে লাল গেঞ্জি, কালো জ্যাকেট ও কালো প্যান্ট ছিল। ধারণা করা হচ্ছে, হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি খালে ফেলে রেখে গেছে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন বাংলানিউজকে বলেন, কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কারা এবং কেন তাকে হত্যা করেছে পুলিশ তা খতিয়ে দেখছে।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
ইউজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।