ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কামরাঙ্গীরচরে ইয়াবাসহ দুই নারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
কামরাঙ্গীরচরে ইয়াবাসহ দুই নারী আটক

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কামরাঙ্গীরচর থানা পুলিশ।

আটকরা হলেন— লায়লাতুন নাহার সালমা ও মোসা. তারানা বেগম।

রোববার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় কামরাঙ্গীরচর থানার ব্যাটারিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় আটকদের কাছ থেকে থেকে ১ হাজার ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটারিঘাট রূপনগর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই নারীকে আটক করা হয়েছে। এ সময় আটক সালমার কাছ থেকে ১ হাজার ৩০ পিস ইয়াবা ও তারানার কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছছে।

আটকদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কামরাঙ্গীরচর থানার একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ০১১৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।