ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় প্রতারক চক্রের ১১ সদস্য আটক

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
আশুলিয়ায় প্রতারক চক্রের ১১ সদস্য আটক

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের ১১ সদস্যকে আটক করেছে র‌্যাব-৪।

রোববার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর জানায় র‌্যাব।

এদিন বিকেল ৫টার দিকে আশুলিয়ার গাজীরচট ইউনিক বাসস্ট্যান্ড এলাকার দ্বীন ইসলাম প্লাজার ৫ম তলায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— মো. ফাহিম রহমান (২২), মো. রবিউল (২০), মো. সাব্বির হোসেন (২২), মো. সবুজ মিয়া (১৮), মো. সাব্বির (১৮), মো. হারুন মিয়া (১৯), মো. হিমেল মিয়া (১৮), সোনিয়া আক্তার (২১), মৌসুমী (২৪),  ফারজানা আক্তার (১৮) ও রোকেয়া আক্তার (১৮)।

র‌্যাব জানায়, আশুলিয়ার ওই এলাকায় মীম ফোর্স গার্ড লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত নিরীহ চাকরিপ্রার্থীদের চাকরি দেওয়ার নাম করে প্রত্যেকের কাছ থেকে ২৫,০০০/- হাজার টাকা করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিলো। তারা চাকরিপ্রার্থীদের ট্রেনিং দেওয়ার নাম করে আশুলিয়ার বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে আটক করে মারধর করতো। চাকরিপ্রার্থীদের তারা আরও চাকরি প্রার্থী সংগ্রহ করে আনতে বলতো। লোক সংগ্রহ করে না দিলে তারা বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করতো।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।