ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে সাড়ে ১০ কেজি গাঁজাসহ আটক ২

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
মৌলভীবাজারে সাড়ে ১০ কেজি গাঁজাসহ আটক ২

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার রাধানগর থেকে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দু’জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

রোববার (১৭ জানুয়ারি) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল রাধানগর জেরিন পয়েন্ট থেকে তাদের আটক করে।

আটকরা হলেন- শ্রীমঙ্গল উপজেলার বিষামণি গ্রামের রবীন্দ্র দেববর্মার ছেলে নিশির দেববর্মা ও কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগানের চান মিয়ার ছেলে ইউসুফ মিয়া।

এ ঘটনায় র‌্যাব-৯ বাদী হয়ে আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে শ্রীমঙ্গল থানায় পাঠায়।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
বিবিবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।