ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কুয়াশায় বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
কুয়াশায় বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু ফেরি চলাচল শুরু। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) বেলা ১১ টার দিকে বাংলাবাজার ঘাট থেকে একটি রোরো ফেরি শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে ফেরি চলাচল শুরু করেছে।

বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, মধ্য রাতের দিকে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে নৌরুটের দিকনির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে আসে। এ সময় পদ্মানদীতে দিকনির্ণয়ে ব্যর্থ হয় ফেরিগুলো। দুর্ঘটনা এড়াতে মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখে। এ সময় চলাচলরত বেশ কয়েকটি ফেরি পদ্মা নদীর বিভিন্ন স্থানে নোঙর করে রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ফেরিঘাটের সহকারি ব্যবস্থাপক মো. জামিল বাংলানিউজকে জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশা কাটতে শুরু করলে সোয়া এগারোটায় রোরো ফেরির মাধ্যমে চলাচল শুরু করা হয়। তবে শিমুলিয়া থেকে এখন পযন্ত কোন ফেরি বাংলাবাজার ঘাটে আসেনি। জানা গেছে মাঝ পদ্মায় এখনো কুয়াশা রয়েছে।

>>>কুয়াশায় বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা,জানুয়ারি ১৮, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।