ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে পদ্মায় ধরা পড়লো ২০ কেজি ওজনের বাঘাইড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
রাজবাড়ীতে পদ্মায় ধরা পড়লো ২০ কেজি ওজনের বাঘাইড়

রাজবাড়ী: রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ।

রোববার (১৭ জানুয়ারি) রাতে দৌলতদিয়ার পদ্মা ও যমুনার মোহনায় গোপাল হালদার নামে এক জেলে জাল ফেলেন।

সেই জালে মাছটি ধরা পড়ে। সোমবার (১৮ জানুয়ারি) সকালে মাছটি স্থানীয় আড়তে বিক্রির জন্য আনা হয়।

এ বিষয়ে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মোহাম্মদ আলি বাংলানিউজকে বলেন, বিশাল আকৃতির বাঘাইড় মাছটির ওজন ২০ কেজি ১০০ গ্রাম। ১১শ’ টাকা কেজি দরে আড়তে ডাকের মাধ্যমে ২২ হাজার টাকায় বিক্রি হয়। জানা যায়, একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিকরা মাছটি কিনেছেন। ইতোমধ্যে মাছটি ঢাকায় পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।