ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
বগুড়ায় যুবকের মরদেহ উদ্ধার

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মহাসড়ক সংলগ্ন খাল থেকে অজ্ঞাতপরিচয় (৩২) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপজেলার মোকামতলা বন্দরের অদুরে বগুড়া-রংপুর মহাসড়ক সংলগ্ন মুরাদপুর নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, মহাসড়কে ফোরলেন নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিকরা খালের মাটি সরাতে গেলে অর্ধগলিত মরদেহটি বের হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বাংলানিউজকে জানান, ধারণা করা হচ্ছে ৪ থেকে ৫ দিন আগে ওই যুবককে হত্যা করে খালে তার মরদেহ ফেলে দেওয়া হয়। মরদেহে পচন ধরায় কেউ চিনতে পারছেন না।

তিনি বলেন, উদ্ধারের পর মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
কেইউএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।