ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় আলমসাধুর চাপায় মোটরসাইকেলের আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
চুয়াডাঙ্গায় আলমসাধুর চাপায় মোটরসাইকেলের আরোহী নিহত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় আলমসাধুর চাপায় আব্দুল্লাহ আল মাসুম (৩০) নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন নিহতের স্ত্রী লিভা খাতুনসহ (২৪) আরও তিনজন।

সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার হাতিকাটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আব্দুল্লাহ আল মাসুম মেহেরপুর সদর উপজেলার গহরপুর গ্রামের আদম আলীর ছেলে।

পুলিশ জানায়, সন্ধ্যায় মাসুম তার স্ত্রী লিভা খাতুনকে নিয়ে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি ফিরছিলেন। পথে হাতিকাটা মোড়ে এলে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি আলমসাধু (শ্যালো ইঞ্জিন চালিত তিন চাকার গাড়ি) তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী মাসুম ও তার স্ত্রীসহ চারজন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে মাসুমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আহত লিভা ও আলমসাধুচালক সজিবের (১৭) মাথার আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে। আহত অপরজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম জানা যায়নি।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।