ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বাড্ডায় টিনশেড বাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
বাড্ডায় টিনশেড বাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে

ঢাকা: রাজধানীর দক্ষিণ বাড্ডায় একটি টিনশেড বাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিটের কর্মীরা।

সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। সন্ধ্যা ৭টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বাংলানিউজকে বলেন, দক্ষিণ বাড্ডার পুলিশ প্লাজার পাশের টিনশেড বাড়ির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে য় সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

** বাড্ডায় টিনশেড বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
এমএমআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।