ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগ‌ঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
গোপালগ‌ঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২ প্রতীকী ছবি

গোপালগঞ্জ: গোপালগঞ্জ শহ‌রের মান্দারতলা এলাকায় মাছ বোঝাই ট্রা‌কের ধাক্কায় রিকশাচালক ও আরোহীসহ ২ জন নিহত হ‌য়ে‌ছেন।

সোমবার (১৮ জানুয়ারি) রাত ৯টার দি‌কে ঢাকা-খুলনা মহাসড়‌কের মান্দারতলা এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

এসময় কিছু সম‌য়ের জন্য ওই সড়‌কে যান চলাচল বন্ধ থা‌কে।

নিহত‌দের ম‌ধ্যে একজ‌নের প‌রিচয় পাওয়া গে‌ছে। তার নাম রিয়াজুল শেখ (১৭)। সে সদর উপ‌জেলার পারকুশ‌লী গ্রা‌মের বাবলু শেখ এর ছে‌লে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ম‌নিরুল ইসলাম জানান, খুলনা থে‌কে ঢাকাগামী এক‌টি মাছ বোঝাই ট্রাক ঘটনাস্থ‌লে এক‌টি রিকশা‌কে চাপা দি‌য়ে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে রাস্তার উপর উল্টে যায়। এতে রিকশাচালকসহ এক আরোহীকে গোপালগঞ্জ সদর হাসপাতা‌লে নেওয়া হ‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক তা‌দের‌ মৃত ঘোষণা ক‌রেন।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।