ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কাগজপত্র চেকিংকালে হামলার শিকার ট্রাফিক সার্জেন্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
কাগজপত্র চেকিংকালে হামলার শিকার ট্রাফিক সার্জেন্ট

রাজশাহী: রাজশাহী মহানগরের বন্ধ গেট এলাকায় মোটরসাইকেলের কাগজপত্র চেকিংকালে বিপুল কুমার ভট্টাচার্য নামে এক পুলিশ সার্জেন্ট হামলার শিকার হয়েছেন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনার পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। পরে আহত পুলিশ সার্জেন্টকে অন্য ট্রাফিক সদস্যরা রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যান। এখন তার চিকিৎসা চলছে।

পুলিশ বলছে, একটি সরকারি অফিসের গাড়িচালক বেলাল হোসেন ও তার সহযোগী মিলে এ ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

জানতে চাইলে রাজশাহী মহানগর ট্রাফিক পুলিশের উপ-কমিশনার (ডিসি ট্রাফিক) অনির্বাণ চাকমা বলেন, আহত পুলিশ সার্জনকে নিয়ে আমরা সবাই এখন ব্যস্ত আছি। তার প্রাথমিক চিকিৎসার পর এ ব্যাপারে কথা বলব। এছাড়া ঘটনার পর হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।