ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে ৫ ইটভাটাকে ২৬ লাখ টাকা জরিমানা

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
মেহেরপুরে ৫ ইটভাটাকে ২৬ লাখ টাকা জরিমানা

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার ৫টি ইটভাটায় অভিযান চালিয়ে ২৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল  থেকে এ অভিযান শুরু হয় পরিবেশ অধিদফতর কুষ্টিয়া জোনের উপ-পরিচালক আতাউর রহমান এ অভিযানের নেতৃত্ব দেন।

দিনব্যাপী এ অভিযান পরিচালিত হবে বলে জানান আতাউর রহমান।

এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাসান, র‍্যাব-৬ গাংনী এরিয়া অফিসের ডিএডি শফিকুল ইসলাম, বামন্দী ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার ইসাহাক আলী মেহেরপুর পুলিশ লাইনে কর্মরত এসআই সেলিম রেজা উপস্থিত ছিলেন।  

পরিবেশ অধিদফতরের ছাড়পত্রবিহীন অবৈধভাবে গড়ে ওঠা, কাঠ পুড়িয়ে পরিবেশ দূষণ করা, ফসলি জমি ব্যবহার করাসহ নানা অভিযোগে মটমুড়া ইউনিয়নের আকুবপুর মাঠের জোয়ার্দার ব্রিকসকে ৬ লাখ টাকা, সমতা ব্রিকসকে ৮ লাখ টাকা, থ্রি স্টার ব্রিকসকে ৪ লাখ টাকা, রূপসা ব্রিকসকে ৭ লাখ টাকা, ফাইভ স্টার ব্রিকসকে এক লাখ টাকাসহ মোট ২৬ লাখ টাকা জরিমানা করেছে অভিযানিক দল। এছাড়া ওই ইটভাটাগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে। ভাটাগুলো বন্ধেরও নির্দেশও দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযান দলের প্রধান পরিবেশ অধিদফতর কুষ্টিয়া জোনের উপ-পরিচালক মো. আতাউর রহমান বলেছেন, যে সকল ইটভাটার অনুমোদন নেই, কাঠ পোড়ানো হচ্ছে, ফসলি জমি ব্যবহার হচ্ছে এবং বিভিন্ন সমস্যার কারণে ইটভাটাগুলোকে আর্থিক জরিমানাসহ ভাটা বন্ধের নির্দেশ দেয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।