ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
রাজধানীতে ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী আটক

ঢাকা: রাজধানীর দারুস সালাম থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৮৬০ পিস ইয়াবাসহ মাহমুদুল হাসান (৩৯) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় দারুস সালাম থানার টেকনিক্যাল মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ সময় ৩ হাজার ৮৬০ পিস ইয়াবাসহ মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল, নগদ ৮ হাজার ৭৩০ টাকা ও ৩ টি মোবাইল জব্দ করা হয়েছে।

র‌্যাব-৪ এর সহকারী পুলশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাহমুদুল জানায় সে দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে রাজধানীর বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে আসছিলো। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।