ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ভবনের কার্নিশে তিনদিন ধরে আটকে থাকা বিড়াল উদ্ধারে ফায়ার সার্ভিস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
ভবনের কার্নিশে তিনদিন ধরে আটকে থাকা বিড়াল উদ্ধারে ফায়ার সার্ভিস

পটুয়াখালী: পটুয়াখালীর সবুজবাগ প্রথম লেনের একটি চারতলা ভবনের তিনতলার কার্নিশে তিনদিন ধরে আটকে থাকা বিড়াল উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে বিড়ালটি উদ্ধার করা হয়।

গত তিনদিন ধরে বিড়ালটি শীত ও ক্ষুধায় কষ্ট পাচ্ছিল, বিড়ালটির ডাকাডাকিতে সাড়া দিয়ে স্থানীয় অনেকেই সেটি উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে কোনা উপায় না দেখে আবু মুসা নামে স্থানীয় এক তরুণ পটুয়াখালী ফায়ার সার্ভিসের হটলাইনে কল দিয়ে বিষয়টি জানান। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান পটুয়াখালী সদর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার ফিরোজ আহমেদের নেতৃত্বে একটি দল। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা বিড়ালটি উদ্ধার করে নিচে নামিয়ে দেন।

সদর ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার ফিরোজ আহমেদ বলেন, আমাদের কাছে প্রতিটি জীবন মূল্যবান। আমরা যে কোনো জীবন রক্ষায় সর্বদা সতর্ক থেকে দুর্ঘটনায় অনুসন্ধান, উদ্ধার ও চিকিৎসা এবং হস্তান্তর করে থাকি।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।