ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ে বাস উল্টে নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ে বাস উল্টে নিহত ৩

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ‘দূরন্ত পরিবহন’ নামে একটি লোকাল বাস উল্টে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরও ১৫ যাত্রী।

 

বুধবার (২০ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে এক্সপ্রেসওয়ের বগাইল টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তবে মৃত ২ নারীর পরিচয় জানা যায়নি। নিহত আ. রশীদ (৫৫) চুয়াডাঙ্গা জেলার পেয়ারাতলা এলাকার মো. আলমাসের ছেলে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মাহাতাব উদ্দিন জানান, দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও সেনাসদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। অন্তত ১৫ আহত যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে এর মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।