ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে জালনোটসহ নারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
বরিশালে জালনোটসহ নারী আটক

বরিশাল: বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে এক লাখ ৫০ হাজার ৫০০ টাকার জালনোটসহ শারমিন জাহান মনি (৩০) নামে এক নারীকে আটক করা হয়েছে।

বুধবার (২০ জানুয়ারি) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

খাইরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাতে বরিশাল নগরের ২৯নম্বর ওয়ার্ড হযরত শাহ জালাল সড়ক, একতা লেনের আইয়ুব আলী খানের ভাড়াটিয়া বাসা থেকে তাকে আটক করা হয়। এসময় শারমিন জাহান মনির রুমের খাটের তোশকের নিচ থেকে ৫০০ টাকার ৩১১টি জালনোট উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে শারমিন জাহান মনির স্বামী নান্নু মিয়া ও জাহাঙ্গীর হোসেন নামে অপর ব্যক্তি পালিয়ে যায়।

তিনি আরও জানান, জব্দ করা জালনোটগুলো কোথা থেকে কীভাবে এলো, এর গন্তব্য কোথায় এবং বাকি দুইজনকে ধরতে পুলিশের অভিযান চলমান থাকবে। এছাড়া আটক নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়া‌রি ২০, ২০২০
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।