ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার ছড়ায়

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার ছড়ায় ছড়ায় প্রাইভেটকার। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি ছড়ায় পড়ে যায়। এতে আহত হন ৩ জন।

প্রত্যেকেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বুধবার (২০ জানুয়ারি) দুপুরে একটি দ্রুত গতির প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট রোডের বাইতুল আমান জামে মসজিদের বিপরীত পাশের ছড়ায় সড়ক থেকে ছিটকে পড়ে যায়। এতে গাড়ির ভেতর বসে থাকা একজন চালকসহ দুইজন যাত্রী আহত হন।
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, প্রত্যেককেই স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতরা হলেন মৌলভীবাজার সৈয়দপুরের বাসিন্দা দিগন্ত দে এবং বাকি দুই জন অজ্ঞাতপরিচয়।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন বাংলানিউজকে বলেন, নিয়ন্ত্রণ হারানো প্রাইভেটকারের আহত তিন জনকেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সুস্থ আছেন।

উপজলার কালীঘাট রোডটি সরু এবং একপাশে অতি গভীর খাদ থাকায় এখানে দ্রুতগতিতে যানবাহন চলাচল অনেকটাই ঝুঁকিপূর্ণ বলে জানান ডা. সাজ্জাদ।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।