ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর গেন্ডারিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে জয়দুল ঢালী (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জয়দুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আ. রাজ্জাক বাংলানিউজকে জানান, গেন্ডারিয়া সাধনা ঔষধালয়ের পাশে নির্মাণাধীন একটি ১০তলা ভবনের কাজ করছিলো তারা। সন্ধ্যায় কাজ শেষে করে ১০তলা থেকে নিচে নামার সময় লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যায় জয়দুল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাগিনা মো. আকাশ জানান, শরিয়তপুর সখিপুর থানা এলাকার শহিদুল ইসলামের ছেলে জয়দুল। তিনি এক ছেলে, তিন মেয়ে ও স্ত্রীকে নিয়ে জুরাইন পাইপ রাস্তায় এলাকায় থাকতেন এবং রাজমিস্ত্রির কাজ করতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।