ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মেয়‌রের হস্ত‌ক্ষে‌পে ৪ ঘণ্টা পর ব‌রিশা‌লে বাস-লঞ্চ চলাচল শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
মেয়‌রের হস্ত‌ক্ষে‌পে ৪ ঘণ্টা পর ব‌রিশা‌লে বাস-লঞ্চ চলাচল শুরু ...

বরিশাল: বাস শ্রমিককে মারধ‌রের ঘটনায় ফরচুন সুজ কোম্পানির চেয়ারম্যান মিজানুর রহমান‌কে গ্রেফতারের দাবি‌তে ধর্মঘ‌ট ডাকার চার ঘণ্টা পর বাসসহ পণ্যবা‌হী প‌রিবহন ও লঞ্চ চলাচল স্বাভা‌বিক হ‌য়ে‌ছে।

বুধবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ১১টা ৫ মি‌নি‌টে জনসাধার‌ণের দু‌র্ভোগ লাঘ‌বে যান চলাচল স্বাভা‌বিক ক‌রে‌ছে মা‌লিক শ্রমিকরা।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌রিশাল জেলা বাস মা‌লিক গ্রু‌পের যুগ্ম সাধারণ সম্পাদক কি‌শোর কুমার দে বাংলানিউজকে জানান, জনগ‌ণের দু‌র্ভো‌গের কথা চিন্তা ক‌রে সি‌টি মেয়‌রের নি‌র্দে‌শে ব‌রিশা‌লের নথুল্লাবাদ ও রুপাতলী টা‌র্মিনাল থে‌কে বাস চলাচল স্বাভা‌বিক হ‌য়ে‌ছে। একইভা‌বে ব‌রিশাল নদীবন্দর থে‌কে লঞ্চ চলাচলও শুরু হ‌য়ে‌ছে।

এদিকে বাস শ্রমিক‌কে মারধরের ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহ‌ণের আশ্বাস দি‌য়ে‌ছে প্রশাসন।
রাত ১১টা ১০ মি‌নি‌টে ব‌রিশাল নৌ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন লঞ্চ চলাচল স্বাভা‌বিক হওয়ার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।
তি‌নি জানান, ব‌রিশাল নদী বন্দ‌রে থাকা ঢাকাগামী ৬টি লঞ্চ রাত ৯টার দিকে ছেড়ে যাওয়ার কথা ছি‌লো।

জানা যায়, বুধবার দুপু‌রে নগরীর বি‌সিক এলাকায় ফরচুন সুজ কোম্পানির নারী কর্মী‌কে উত্ত্যক্ত করার অভিযোগে ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লী‌গের নেতা ও বাস শ্রমিক সোহাগ হাওলাদার‌কে পু‌লি‌শে সোপর্দ করা হয়। ত‌বে পাওনা টাকা চাইতে গি‌য়ে হামলার শিকার হন ব‌লে দা‌বি সোহাগ হাওলাদা‌রের। এ ঘটনায় মামলা না নেওয়ায় সন্ধ্যায় স্থানীয় ও আওয়ামী লী‌গের নেতাকর্মীরা কাউনিয়া থানা ঘেরাও ক‌রে বি‌ক্ষোভ ক‌রে। প‌রে সোহাগ হাওলাদার বাদী হ‌য়ে পাওনা টাকা চাওয়ায় মারধ‌রের অভিযো‌গে ফরচুন সু‌জের চেয়ারম্যান মিজানুর রহমানসহ তিন জ‌নের বিরু‌দ্ধে মামলা দা‌য়ের করেন। এরপর মিজানকে গ্রেফতা‌রের দাবিতে সন্ধ্যা ৭টা থে‌কে ব‌রিশা‌লের সব রু‌টের বাস চলাচল বন্ধ ও সড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ ক‌রে শ্রমিকরা। পাশাপা‌শি রাত ৯টার দি‌কে ঢাকাগামী লঞ্চ চলাচলও বন্ধ ঘোষণা করা হয়।  

অন্য‌দি‌কে নগরী‌তে চলাচলকারী থ্রি হুইলার যান চলাচলও বন্ধ ক‌রে দেয় মা‌লিক শ্রমিকরা। রাত ১১টার পর মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহর হস্ত‌ক্ষে‌পে সব ধর‌নের যান চলাচল স্বাভা‌বিক করা হয়।  

এদিকে বাস চলাচল বন্ধ হ‌য়ে যাওয়ায় ব্যাপক ভোগা‌ন্তি‌তে প‌রে সাধারণ যাত্রীরা।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, জানুয়া‌রি ২১, ২০২০
এমএস‌/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।