ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরব‌নে লোকাল‌য়ের কা‌ছে বাঘ, সতর্ক থা‌ক‌তে মাইকিং

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
সুন্দরব‌নে লোকাল‌য়ের কা‌ছে বাঘ, সতর্ক থা‌ক‌তে মাইকিং সুন্দরবনের লোকালয়ের কাছে বাঘ।

সাতক্ষীরা: প‌শ্চিম সুন্দরব‌ন সংলগ্ন লোকাল‌য়ের কা‌ছে বা‌ঘের দেখা মি‌লে‌ছে। মঙ্গ‌লবার (১৯ জানুয়া‌রি) দীর্ঘ নয় বছর পর লোকাল‌য়ের কা‌ছে বাঘ দেখা যায়।

এর এক‌দিন পর বুধবারও লোকাল‌য়ের কা‌ছে দেখা গে‌ছে বাঘটি।
 
মঙ্গলবার সাতক্ষীরার শ্যামনগর উপ‌জেলার কলবা‌ড়ি সংলগ্ন সুন্দরবন এবং বুধবার দা‌তিনাখালীর হু‌লোর ম‌ো‌ড়ের বিপরী‌তে সুন্দরব‌নে বা‌ঘ দেখা গে‌ছে।

এদিকে নদী পার হ‌য়ে বাঘ লোকাল‌য়ে প্রবেশ কর‌তে পা‌রে এমন আশঙ্কায় সুন্দরবন সংলগ্ন গ্রামগু‌লো‌তে আতঙ্ক দেখা দি‌য়ে‌ছে।  
এজন্য বুধবার রা‌তে সবাইকে সতর্ক থাকার আহ্বান জা‌নি‌য়ে স্থানীয় মস‌জিদগু‌লো থে‌কে মাইকিং করা হ‌য়ে‌ছে।

শ্যামনগ‌রের সুন্দরবন প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংবা‌দিক বিলাল হো‌সেন বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানান, পরপর দু‌দিন বাঘ দেখা যাওয়ায় আতঙ্ক সৃষ্টি হয়ে‌ছে। এজন্য মস‌জিদগু‌লো থে‌কে মাইকিং করে সবাইকে সতর্ক থাক‌তে বলা হ‌চ্ছে।  

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।