ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

জাল ড্রাইভিং লাইসেন্স তৈরির দায়ে আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
জাল ড্রাইভিং লাইসেন্স তৈরির দায়ে আটক ১

ঢাকা: রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে জাল ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন ধরনের জাল সনদ তৈরির দায়ে নুরুল আলম (৪৫) নামে একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

বুধবার (২০ জানুয়ারি) রাতে ধানমন্ডি আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) থেকে শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্সের জাল কাগজপত্র, নকল সিল, জাল লাইসেন্স তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আটককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, তিনি বিআরটিএ থেকে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স, লাইসেন্স নবায়ন, ইঞ্জিন পরিবর্তনের আবেদন তৈরি, লাইসেন্সের মালিকানা পরিবর্তন, অথরিটি স্থানান্তর করে দেওয়াসহ বিভিন্ন কাজ করে দেওয়ার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

মোটরসাইকেল রেজিস্ট্রেশন করতে ১৮ হাজার টাকা, প্রাইভেটকার লাইসেন্স করতে ১ লাখ ৩৫ হাজার টাকা, রুটপারমিটে ২ হাজার টাকা, ফিটনেস ২ হাজার টাকাসহ কারও লাইসেন্স হারিয়ে গেলে নতুন লাইসেন্স করে দেওয়ার কথা বলে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিতেন আটক নুরুল আলম।

তাকে জিজ্ঞাসাবাদে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে যা যাচাই-বাছাই করে চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।