ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

করোনার টিকা নেওয়া হয়েছে ইপিআই স্টোরে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
করোনার টিকা নেওয়া হয়েছে ইপিআই স্টোরে ভারতের দেওয়া করোনার টিকা নেওয়া হয়েছে ইপিআই স্টোরে, ছবি: জি এম মুজিবুর রহমান

ঢাকা: উপহার হিসেবে ভারতের দেওয়া করোনার টিকাগুলো কাভার্ড ভ্যানে করে তেজগাঁওয়ে অবস্থিত জেলা ইপিআই স্টোরে নেওয়া হয়েছে।  
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট থেকে টিকাবাহী দু’টি কাভার্ড ভ্যান নিয়ে পুলিশের স্কট টিম ইপিআই স্টোরের দিকে রওনা দেয়।

দুপুর ১টার দিকে ইপিআই স্টোরে পৌঁছে যায় টিকাবাহী গাড়িগুলো।  

বাংলাদেশকে উপহার হিসেবে ২০ লাখ ডোজ টিকা (ভ্যাকসিন) দিচ্ছে ভারত। টিকাগুলো মুম্বাই থেকে নিয়ে এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটটি বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

এদিকে, দুপুর দেড়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে আনুষ্ঠানিকভাবে করোনার টিকাগুলো হস্তান্তর করবেন  ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাই স্বামী।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা,  জানুয়ারি ২১, ২০২১
এসজেএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।