ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় গাঁজাসহ মাদককারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
বগুড়ায় গাঁজাসহ মাদককারবারি আটক

বগুড়া: বগুড়া সদর উপজেলায় সাড়ে ২৫ কেজি গাঁজাসহ রাসেল খান (২৪) নামে এক মাদককারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শনিবার (২৩ জানুয়ারি) রাতে র‌্যাব-১২ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া সদর উপজেলার বিমানমোড় এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ২৫ কেজি গাঁজাসহ রাসেলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন, চারটি সিমকার্ড, একটি মিনি ট্রাক এবং ৭০০ টাকা জব্দ করা হয়। রাসেল টাঙ্গাইল জেলার কালিজাতী উপজেলার মৃত মোলফত আলী খানের ছেলে।

বগুড়া র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সজল কুমার সরকার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) বাংলানিউজকে জানান, আটক মাদককারবারি রাসেল দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।