ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নারীদের কর্মসংস্থানের জন্য গার্মেন্টস স্থাপন করলো সুশীলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
নারীদের কর্মসংস্থানের জন্য গার্মেন্টস স্থাপন করলো সুশীলন

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জের হতদরিদ্র নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পোশাক নির্মাণ প্রতিষ্ঠান স্থাপন করেছে বেসরকারি সংস্থা সুশীলন। প্রতিষ্ঠানটির নাম দেওয়া হয়েছে ‘সুনিপুন গার্মেন্টস’।

প্রতিষ্ঠানটিতে ৩২০ জন নারীর কর্মসংস্থান হবে। যাদের আগেই যথাযথ প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয়েছে।

রোববার (২৪ জানুয়ারি) দুপুর দেড়টায় ইউএনডিপি’র অর্থায়নে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মহৎপুরে স্থাপিত সুনিপুন গার্মেন্টেসের উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনডিপি, ইউএনওমেন, সুশীলনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুশীলনের আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কথা সাহিত্যিক গাজী আজিজুর রহমান।

সুশীলনের অতিরিক্ত পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টুর সঞ্চালনায় বক্তব্য দেন- ইউএনসিডিএফ’র কান্ট্রি ফোকাল পার্সন জেসমুল হাসান, ইউএনডিপি’র জাতীয় প্রকল্প ব্যবস্থাপক কাজল চ্যাটার্জী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জী, সুশীলনের নির্বাহী পরিচালক মোস্তফা নুরুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।