ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে ভেজাল ওষুধ তৈরির প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
বড়াইগ্রামে ভেজাল ওষুধ তৈরির প্রতিবাদে মানববন্ধন ছবি: বাংলানিউজ

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি এলাকায় নকল  আয়ুর্বেদিক ওষুধ তৈরি ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার (২৪ জানুয়ারি) দুপুরে ওই ইউনিয়নে নাটোর-পাবনা মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনকালে বক্তব্য রাখেন গোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, স্থাণীয় মাহফজুর রহমান, মমতাজ উদ্দিন প্রমুখ।  

এ সময় বক্তারা বলেন, গড়মাটি এলাকায় জেনি আয়ুর্বেদিক ল্যাবরেটরির মালিক মোজাফ্ফর হোসেন ও তার জামাই কথিত সাংবাদিক জাফর আলী নকল ওষুধ তৈরি করেন। এসবের প্রতিবাদ করলে তারা সন্ত্রাসীবাহিনী দিয়ে এলাকাবাসীকে ভয়-ভীতি প্রদর্শন ও মিথ্যা মামলায় হয়রানি করছেন।  

এ সময় এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।