ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ওজনে কারচুপির দায়ে পেট্রোল পাম্পকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
ওজনে কারচুপির দায়ে পেট্রোল পাম্পকে জরিমানা পাম্পে অভিযান। ছবি: বাংলানিউজ

রংপুর: গ্রাহকদের ডিজেল, পেট্রোল ও অকটেন ওজনে কম দেওয়ার অপরাধে রংপুরে মেসার্স হক ব্রাদার্স ফিলিং স্টেশন নামে একটি পেট্রোল পাম্পকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

রোববার (২৪ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা এ জরিমানা করেন।

 

ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন পেট্রোল পাম্পের বিরুদ্ধে ডিজেল, পেট্রোল ও অকটেন পরিমাণে কম দেওয়ার অভিযোগ রয়েছে। এ অবস্থায় ওই ফিলিং স্টেশনটিতে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, প্রতি লিটার তেলে ৮০ গ্রাম করে তেল কম দেওয়া হচ্ছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।  

অভিযানকালে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রংপুর কার্যালয়ের কর্মকর্তা ও মেট্রোপলিটন পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।