ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সাব-এডিটরস কাউন্সিলের ভোটগ্রহণ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
সাব-এডিটরস কাউন্সিলের ভোটগ্রহণ চলছে

ঢাকা: ঢাকা সাব-এডিটরস কাউন্সিল নির্বাচন-২০২০' এর ভোট গ্রহণ চলছে।  

সোমবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে ভোট গ্রহণ শুরু হয়।

বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। সংগঠনটির মোট ভোটার এক হাজার ১২৯ জন। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন জ্যেষ্ঠ সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল।

সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে শুরু করেছে। তবে সকাল থেকেই প্রেসক্লাব এলাকায় প্রার্থী ও প্রার্থীর সমর্থকদের উপস্থিতি ছিল সরব। তবে করোনা ভাইরাস মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনেই চলছে এই নির্বাচন।

নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন:

নির্বাচনে দুটি জোটে প্রার্থীরা বিভক্ত হয়ে অংশগ্রহণ করেছেন। এবারের নির্বাচনে ১১টি পদের বিপরীতে ৩৩ জন প্রার্থী লড়ছেন। কার্যনির্বাহী সদস্য পদে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও এ পদে সাব-এডিটর কাউন্সিল ১১ প্রার্থীকে নির্বাচিত করবেন।

সভাপতি পদে লড়ছেন একটি জোটের প্রধান হয়ে বাংলাদেশের খবরের সিনিয়র সাব এডিটর আবুল কালাম আজাদ এবং অন্য জোটটির প্রধান দৈনিক যুগান্তরের মামুন ফরাজী। এছাড়া সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আছেন বাংলাদেশ আলোর আনঞ্জুমান আরা শিল্পী।

আবুল কালাম আজাদ জোটের সাধারণ সম্পাদক প্রার্থী পদে আরটিভির সাইখুল ইসলাম উজ্জাল, যুগ্ন সম্পাদক পদে আজকালের খবরের মো. আনোয়ার সাদাত সবুজ, কোষাধ্যক্ষ পদে আলোচিত খবরের হানজালা শিহাব, সাংগঠনিক সম্পাদক পদে খোলা কাগজের শামসুল আলম সেতু, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সারা বাংলার আলমগীর কবির, দপ্তর সম্পাদক পদে আয়কর বার্তার মামুনুর রশিদ মামুন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এশিয়ান টিভির মো. তারিক হোসেন বাপ্পি, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে মোহনা টিভির শহীদুল আলম ইমরান লড়ছেন। এছাড়া এই জোটের কার্যনির্বাহী সদস্য প্রার্থী হিসাবে দৈনিক শুভদিনের লাকিয়া হাসান, স্বদেশ প্রতিদিনের আবু জাফর সাইফুদ্দীন, দৈনিক নওরোজের মো. সাফায়েত হোসেন, ডিনিউজের খালেদ সাইফুল্লাহ্ মাহমুদ এবং আলোকিত বাংলাদেশের গাজী মুনছুর আজিজ লড়ছেন।

অন্যদিকে মামুন-হৃদয় জোটের সাধারণ সম্পাদক পদে আমাদের সময়ের আবুল হাসান হৃদয়, যুগ্ম সম্পাদক পদে জাওহার ইকবাল খান, কোষাধ্যক্ষ পদে দৈনিক ইত্তেফাকের অলক বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক পদে সংবাদ সারাবেলার হুমায়ুন কবির তমাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক ইত্তেফাকের গাজী আব্দুল হাদী, দপ্তর সম্পাদক পদে মানবকণ্ঠের মনির আহমেদ জারিফ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের তৌফিক অপু এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে বাংলাদেশ খবরের লাবিন রহমান নির্বাচনে লড়ছেন। এছাড়া এ জোটের কার্যনির্বাহী সদস্য পদে অংশ নিয়েছেন শিকড় সন্ধানের আমিনুল রাণা, বাংলাভয়েসের আব্দুর রহমান খান, দৈনিক ইনকিলাবের মোহাম্মদ আবদুল অদুদ, আজকের পত্রিকার ফারজানা জবা, বাংলার সমাচারের মো. নাঈম মাশরেকী, বাংলাদেশের আলোর মো. মনির হোসেন, ইউনাইটেড নিউজ ২৪ ডট কমের আ হ ম ফয়সাল, ডেইলি ইন্ডাস্ট্রির মো. ফখরুদ্দীন মুন্না এবং বাংলাদেশের আলোর জাফরুল আলম লড়ছেন।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
এমএমআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।