ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
রংপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

রংপুর: রংপুরের একটি মেস থেকে সোনালি রানি নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ জানুয়ারি) সকালে নগরীর লালবাগ কেডিসি রোডের মিতা কুঞ্জ ছাত্রীনিবাস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সোনালি জয়পুরহাটের কালাই থানাধীন বলিঘাম মাত্রাই গ্রামের সুভাষ চন্দ্রের মেয়ে এবং কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষাথী। এবারে ফাইনাল পরীক্ষায় অংশ নিচ্ছিলেন তিনি।  

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (২৪ জানুয়ারি) রাতে মেয়েটি তার রুমে একা ছিল। সোমবার সকালে ভাত দেওয়ার জন্য মেসের বুয়া অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে অন্যদের জানায়। মেসের অন্য ছাত্রীরাও ডাকাডাকি করলেও দরজা না খোলায় মেস মালিক এসে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

সোনালির বাবা সুভাষ চন্দ্র মোবাইলফোনে জানান, তার তিন মেয়ে ও এক ছেলের মধ্যে সবার ছোট সোনালি। অনার্স ফাইনাল পরীক্ষা দিচ্ছিল সে। দু’টো পরীক্ষা হয়েছে। এরমধ্যে একটা পরীক্ষা খারাপ হওয়ায় সে পরীক্ষা নিয়ে ভীষণ চিন্তিত ছিল। গত রোববার তিনি মেসে এসে মেয়ের সঙ্গে দেখা করে অনেক বুঝিয়েছেন এবং পরীক্ষা নিয়ে টেনশন না করার জন্য বলেছেন।

সোমবার সকালে মেস কর্তৃপক্ষের মাধ্যমে মেয়ের মৃত্যুর বিষয়টি তিনি জানতে পারেন। পরীক্ষা ভালো না হওয়ায় হতাশা থেকে সোনালি আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।

রংপুর মেট্রোপলিটন পুলিশরে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় রশি পেচানো ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে ।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।