ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সারাদেশে লঞ্চ শ্রমিকদের কর্মবিরতি শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
সারাদেশে লঞ্চ শ্রমিকদের কর্মবিরতি শুরু

ঢাকা: লঞ্চ দুর্ঘটনার এক মামলায় দুই জন মাস্টারকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে সারাদেশে যাত্রীবাহী লঞ্চে কর্মবিরতি শুরু করেছেন যাত্রীবাহী নৌ-শ্রমিকরা।

এই প্রতিবাদে সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে ঢাকা, বরিশাল ও চাঁদপুর ঘাট থেকে সব যাত্রীবাহী লঞ্চ সরিয়ে ফেলা হয়েছে।

নৌ-যান শ্রমিক ফেডারেশনের নেতা আশিকুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, জামিন যোগ্য মামলায় জামিন না হওয়ায় শ্রমিকরা কাজ করছেন না।

অ্যাডভেঞ্চার লঞ্চের দুর্ঘটনায় ওই মামলা হয়েছিল বলেও জানান আশিকুল।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।