ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ৯ মামলার আসামি হেলাঞ্চি ডাকাত গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
বগুড়ায় ৯ মামলার আসামি হেলাঞ্চি ডাকাত গ্রেফতার

বগুড়া: বগুড়ার নন্দীগ্রামে ৯ মামলার আসামি ডাকাত হেলাল হোসেন হেলাঞ্চিকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

হেলাল হোসেন উপজেলার বুড়ইল ইউনিয়নের রিধইল গ্রামের গমের মুন্সির ছেলে।

সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে গ্রেফতার হেলাল হোসেন হেলাঞ্চিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। নন্দীগ্রাম থানার ভারগ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

ওসি কামরুল ইসলাম জানান, রোববার (২৪ জানুয়ারি) সকালে তিনি নিজে উপপরিদর্শক (এসআই) চাঁন মিয়া ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকার মিরপুর সাপড়া মসজিদ এলাকায় অভিযান চালিয়ে হেলাঞ্চিকে আটক করেন।

তিনি আরও জানান, হেলাঞ্চির নামে থাকায় চুরি, ডাকাতিসহ ৯টি মামলা রয়েছে। এরমধ্যে ২০১৬ সালের দায়ের করা একটি মামলায় আদালত তাকে ৫০০ টাকা অর্থদণ্ড ও ৬ মাসের সাজা দিয়েছেন। আবার এসব মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্টও ছিল। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।