ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

করপোরেশনগুলোকে কর্তৃপক্ষের অধীনে আনতে যাচাই কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
করপোরেশনগুলোকে কর্তৃপক্ষের অধীনে আনতে যাচাই কমিটি

ঢাকা: করপোরেশনগুলোকে কর্তৃপক্ষের অধীনে আনার প্রয়োজনীয়তা যাচাইয়ে একটি কমিটি গঠন করে দিয়েছে সরকার।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৫ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।


 
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে বলেন, সরকারি করপোরেশন (ব্যবস্থাপনা সমন্বয়) আইন প্রণয়নের আবশ্যকতা নিরূপণের বিষয়ে ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি মন্ত্রিসভা থেকে গঠিত কমিটি পুনর্গঠনের প্রস্তাব সোমবারের মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন দেওয়া হয়।
 
অর্থমন্ত্রীকে সভাপতি করে আগের কমিটিতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট, পরিকল্পনা এবং জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রীকে নিয়ে একটি কমিটি করা হয়।
 
ওই কমিটির দায়িত্ব ছিল সরকারের করপোরেশনগুলোর ব্যবস্থাপনায় একটি কর্তৃপক্ষের অধীনে আনা যায় কিনা এবং এক্ষেত্রে শিল্প মন্ত্রণালয়কে লিড মন্ত্রণালয় করা যায় কিনা, সে বিষয়ে মতামত দেওয়া।
 
আনোয়ারুল ইসলাম জানান, এ বিষয়ে চূড়ান্ত কোনো অগ্রগতি হয়নি। ২০১৯ সালে অর্থমন্ত্রীর কাছে যখন এটা উপস্থাপন করা হয় উনি একটা পর্যবেক্ষণ দেন। এটা যেহেতু আগের সংসদের ছিল, এখন নতুন সংসদ ও মন্ত্রিসভা এসেছে তাই এটাকে আবার মন্ত্রিসভায় পাঠানো হোক।
 
তিনি জানান, ১৯টি মন্ত্রণালয়ের ৫০টি করপোরেশন আছে, সব করপোরেশনই আইন দিয়ে গঠিত হয়েছে। কিন্তু জেনারেল একটা স্ট্রাকচার, ব্যবস্থাপনা, দায়িত্ব-কর্তব্য এগুলোর যেন একটা মিল থাকে। সেজন্য এই কমিটি পুনর্বিন্যাস করে সেখানে কৃষিমন্ত্রীকে যুক্ত করা হয়েছে।
 
মন্ত্রিপরিষদ সচিব জানান, আগের মতোই অর্থমন্ত্রীকে ওই কমিটির সভাপতি করা হয়েছে। এখন কমিটি সভা করে দেখবে বিষয়টির আদৌ প্রয়োজন আছে কিনা।
 
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।