ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আটোয়ারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
আটোয়ারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু প্রতীকী ছবি

পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বেপরোয়া একটি মোটরসাইকেলের ধাক্কায় বিশনী বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা ধামোর ইউনিয়নের সোনাপাতিলার বোদাপাড়া বাসিন্দা।  

ধামোর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজি নজরুল ইসলাম দুলাল বাংলানিউজকে জানান, বাড়ি থেকে বের হয়ে সড়ক পার হচ্ছিলেন বিশনী বেগম। এ সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন দুর্ঘটনার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।