ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে যুক্তরাজ্যফেরত ২৮ প্রবাসীর করোনা পজিটিভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
সিলেটে যুক্তরাজ্যফেরত ২৮ প্রবাসীর করোনা পজিটিভ

সিলেট: সিলেটে কোয়ারেন্টিনে থাকা যুক্তরাজ্যফেরত ২৮ প্রবাসীর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তদের সরকারি ব্যবস্থাপনায় সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।


 
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের সোমবার (২৫ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ জানুয়ারি যুক্তরাজ্য থেকে বিজি-২০২ বিমানের ফ্লাইটে দেশে ফেরেন ১৫৭ প্রবাসী। তাদের নগরের বিভিন্ন হোটেলে চারদিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। কোয়ারেন্টিন শেষে করোনা পরীক্ষায় ২৮ প্রবাসীর করোনা পজিটিভ আসে। নতুন পরীক্ষায় নেগেটিভ আসা প্রবাসীরা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ছেড়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছেছেন।
 
বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, করোনা ভাইরাসের পরীক্ষায় এসব যাত্রী পজিটিভ প্রমাণিত হওয়ায় তাদের সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। করোনা আক্রান্ত এসব যাত্রীদের ১৫ জন হোটেল নূরজাহানে, ৫ জন হোটেল ব্রিটানিয়ায়, ৪ জন হোটেল হলিগেটে, ৩ জন হোটেল লা রোজে এবং একজন হোটেল হলি সাইডে ছিলেন।
 
একই দিনে যুক্তরাজ্য থেকে ১৪৩ যাত্রী সিলেটে এলে তাদের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়। তারা সরকারের নতুন নিয়মে ৭ দিন কোয়ারেন্টিনে থাকবেন, জানিয়েছেন সংশ্লিষ্টরা।

যুক্তরাজ্যে পাওয়া করোনার নতুন ধরনের স্ট্রেইন আরো প্রাণঘাতী হতে পারে, এজন্য সতর্কতাস্বরূপ দেশে আসা প্রবাসীদের ১৪ দিন কোয়ারেন্টিন বাধ্যতামূলক করে সরকার। পরে তা কমিয়ে ৪ দিনে আনা হয়। এ অবস্থায় এবার যুক্তরাজ্যফেরতদের জন্য ৭ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করার সরকারি সিদ্ধান্তের পরই কোয়ারেন্টিন শেষ করা ২৮ প্রবাসীর করোনা পজিটিভ শনাক্ত হয়।  
 
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।