ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ৭ দফা দাবিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
নারায়ণগঞ্জে ৭ দফা দাবিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সমাবেশ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে আদমজী ইপিজেড এলাকায় অবস্থিত কুনতং অ্যাপারেলস লিমিটিডের বন্ধ কারখানা খুলে দেওয়া, শ্রমিক ছাঁটাই ও নির্যাতন সহ ৭ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ জেলা গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তারা বলেন, ২০০৫ সালে এই কারখানা চালু হয়েছে। ১৫ বছর ধরে এই কারখানার শ্রমিকরা এখানে কাজ করেছে। মালিক সম্পূর্ণ অবৈধভাবে কোন রকম আইনের তোয়াক্কা না করে কারখানাটি বন্ধ রেখেছে। যে শ্রমিকদের শ্রমে বাংলাদেশ টিকে আছে, সেই শ্রমিকদের আজ কাজের পরিবর্তে রাজপথে লড়াই সংগ্রাম করতে হচ্ছে।

মালিকরা শ্রম আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন দাবি করে শ্রমিক নেতারা বলেন, সরকার শ্রম আইন করেছে ঠিক কিন্তু সে আইন মালিকরা মানছেন না। ইপিজেডের ভেতরে শ্রমিকদের কোন সংগঠন করার অনুমতি নেই। আমরা এই আইন বাতিলের দাবি জানাই। মালিকরা বিজিএমইএ, বিকেএমইএ করে তাদের সংগঠন পরিচালনা করে যাচ্ছে অথচ শ্রমিকদের কোনো সংগঠন করতে দেওয়া হচ্ছে না।

সমাবেশে উপস্থিত ছিলেন- সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার সভাপতি নাহিদ খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জেলা সভাপতি সেলিম মাহমুদ, সিদ্ধিরগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক নুরুল আমিন সোহাগ, শ্রমিক নেতা আনোয়ার খান সহ শ্রমিক নেতারা।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।