ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে ৪৬ কেজি গাঁজাসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
যাত্রাবাড়ীতে ৪৬ কেজি গাঁজাসহ আটক ৪

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থেকে ৪৬ কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেলে র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বাংলানিউজকে এ সত্যতা নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- ইব্রাহীম খলিল সাগর (৪০), তারেক (২৩), কামাল হোসেন (২৭) ও জিয়াউর রহমান (২৯)।

শাহরিয়ার জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৮টার দিকে র‌্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ী থানার দনিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ৪৬ কেজি গাঁজাসহ ওই চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে যাত্রীবাহী বাস ও নগদ চার হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটকরা পেশাদার মাদকবিক্রেতা। দীর্ঘদিন ধরে তারা পরস্পর যোগসাজশে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের আশপাশের এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
এমএমআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।