ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর

রাজশাহী: জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবীরকে রাজশাহীর বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) তাকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এদিকে, রাজশাহীর বিভাগীয় কমিশনারের দায়িত্ব থাকা সরকারের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তাকে এরই মধ্যে অপর এক আদেশে নির্বাচন কমিশন সচিবালয়ে পদায়ন করা হয়েছে।

এর আগে ২০১৯ সালের ১৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অতিরিক্ত সচিব পদমর্যাদার এ কর্মকর্তাকে রাজশাহী বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে আদেশ জারি হয়েছিল। বিভাগীয় কমিশনার নিয়োগের আগে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ছিলেন মো. হুমায়ুন কবীর খোন্দকার।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।