ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

এসডিজি অর্জনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
এসডিজি অর্জনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ...

ঢাকা: উন্নয়ন সংগঠন গুড নেইবারস বাংলাদেশের বার্ষিক সম্মেলনের বক্তারা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

বর্তমানে সংগঠনটি দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নসহ এসডিজির লক্ষ্যসমূহ অর্জনের জন্য ১২টি জেলায় ২১টি প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছে বলে সম্মেলনে জানানো হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তী) উপলক্ষে আয়োজিত দুইদিন ব্যাপী সম্মেলন গত মঙ্গলবার শুরু হয়। এ উপলক্ষে সরকারি ও দেশি-বিদেশি বেসরকারি প্রতনিধিদের নিয়ে আয়োজিত অনলাইন আলোচনা সভায় সভাপতিত্ব করেন গুড নেইবারস-এর কান্ট্রি ডিরেক্টর এম মাঈনউদ্দিন মইনুল।  

আলোচনায় অংশ নেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. রাশেদুল ইসলাম, ইউনিসেফ প্রতিনিধি পাট্রিক হ্যালটন, ডব্লিউএফপি প্রতিনিধি মো. নুরুল আমিন, কোইকা প্রতিনিধি দোহ ইয়ং অ্যাহ, হোপ বাংলাদেশের মি. কিয়ং ইয়ব লি, ওয়ার্ল্ড ভিশনের চন্দন জেড গমেজ, এক রঙ্গা এক ঘুড়ির নীল সাধু, আপন ফাউন্ডেশনের আফতাবুল ইসলাম প্রমুখ।

সভাপতির বক্তব্যে এম মাঈনউদ্দিন মইনুল দীর্ঘ ২৫ বছরের পথ চলায় সহযোগিতার জন্য এনজিও বিষয়ক ব্যুরো, সরকারি ও বেসরকারি সংস্থা সমূহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
এসই/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।