ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
উল্লাপাড়ায় ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রাকচাপায় ফরহাদ আলী (৪৯) নামে এক কাঁচামাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।

 

বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় বগুড়া-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদের বাড়ি উল্লাপাড়া উপজেলার কয়রা ইউনিয়নের হরিশপুর গ্রামে।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ সরকার বাংলানিউজকে জানান, দুপুরে হাটিকুমরুল গোলচত্বরে পাবনা থেকে আসা একটি ট্রাক পথচারী ফরহাদ আলীকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকসহ চালক শাহীন হোসেনকে আটক করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।